প্রকাশ: ১৯ মে ২০২৩, ৩:৪০
বরিশালের হিজলা উপজেলায় শতাধিক প্রতিবন্ধী ও অসহায় পরিবারের মাঝে এফ এ আর গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি আলহাজ্ব আব্দুল কাদের ফারুক এর উদ্দ্যোগে গরু বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৯ মে) সকাল সাড়ে ১০ টার সময় উপজেলার কাশেমুল উলূম ইসলামিয়া মাদ্রাসা মাঠে এ বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় আইনজীবী ব্যারিষ্টার আব্দুল মাবুদ মাসুম বলেন, মানুষ মানুষের জন্য শুধু নিজের জন্য বেঁচে থাকাই বেঁচে থাকা নয়- অসহায় মানুষের চোখের পানি মুছে দিয়ে বেঁচে থাকার নামই জীবন। এ লক্ষে আমরা ১৯৯০ সাল থেকে এ এলাকার অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করি। গরু পেয়ে একজন অসহায় মহিলা মোসাৎ হাওয়ানুর বেগম বলেন, আমি গরু পেয়ে খুবই খুশি দোয়া করি মহান আল্লাহ পাক এ দানবীরের মাকে জান্নাতুল ফেরদৌস নছিব করুন এবং তাদেরকে নেক হায়াত দান করুন।
এ সময় উপস্থিত ছিলেন, মোঃ আবুল খায়ের মানিক, হিজলা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ ইকবাল হোসেন মাতুব্বর, আলহাজ্ব মাওলানা মোঃ সালাউদ্দিন খানসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।ব্যারিষ্টার আব্দুল মাবুদ মাসুম তার মৃত্যু মায়ের রুহের মাগফেরাত কামনা করে সকলের কাছে বিশেষ ভাবে দোয়া চেয়েছেন এবং তিনি তার বাবা দানবীর আলহাজ্ব মোঃ মোস্তাফিজুর রহমান ও ভাই আব্দুল কাদের ফারুক এর দীর্ঘায়ূ কামনা করেন।