প্রকাশ: ২ মে ২০২৩, ২:১৯
বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ শুরু করেছেন আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল নগর ভবন এলাকা থেকে গণসংযোগ শুরু করেন তিনি। এ সময় তার সাথে প্রয়াত মেয়র হিরণ অনুসারীরা উপস্থিত থাকলেও বর্তমান মেয়র মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর অনুসারী কাউকে দেখা যায়নি।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. আফজালুল করীম, জেলা শ্রমিক লীগের সভাপতি শাহজাহান হাওলাদার, মহানগর আওয়ামী লীগের সদস্য ফরহাদ বিন আলম জাকির, মহানগর আওয়ামী লীগের সাবেক সদস্য গাজী তৌকির আতাহারী শুভ, মহানগর যুবলীগের সদস্য আনোয়ার হোসেন, কেন্দ্রীয় যুবলীগের সদস্য অসীম দেওয়ান, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসীম উদ্দিন ও বিএম কলেজ ছাত্র কর্মপরিষদের ভিপি মঈন তুষারসহ অন্যান্যরা। এরা সকলেই প্রয়াত মেয়র হিরন অনুসারী।
বরিশাল জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে খোকন সেরনিয়াবাত নগরীর কালেক্টরেট পুকুর পাড়, চকবাজার এলাকা সহ বেশ কয়েকটি এলাকায় নাগরিকদের সাথে সাক্ষাৎ করেন একং নগরবাসীর সার্বিক খোঁজ খবর নেন।
এদিকে জাতীয় পার্টি মনোনীয়ত মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস গণসংযোগ শুরু না করলেও ওয়ার্ডে ওয়ার্ডে প্রচারণামূলক লিফলেট বিতরণ করছেন। অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী বা তার পক্ষে প্রচারণা লক্ষ্য করা যায়নি।