প্রকাশ: ১ মে ২০২৩, ১:৩৮
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বর্ণিল আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সোমবার উপজেলার বিভিন্ন স্থানে বর্ণিল শোভাযাত্রা, আলোচনা সভা ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। বিভিন্ন শ্রমিক সংগঠন এসবের আয়োজন করে।
পৃথক পৃথক স্থানে অনুষ্ঠিত শ্রমিক দিবসের অনুষ্ঠানে কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী -ভূরুঙ্গামারী) আসনের সংসদ সদস্য আছলাম হোসেন সওদাগর, ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরী, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন প্রমুখ উপস্থিত ছিলেন।
এসব অনুষ্ঠানে শ্রমিকদের পক্ষ থেকে নূন্যতম মজুরি নির্ধারণ, বয়স্ক শ্রমিকদের জন্য ভাতা, ন্যায্য মূল্যে রেশন, বাসস্থানের ব্যবস্থা ও বিনামূল্যে চিকিৎসা সেবার দাবী জানানো হয়।