প্রকাশ: ২৭ মার্চ ২০২৩, ২২:১০
মাদারীপুরে স্বেচ্ছাসেবী সংগঠন মানবতার সেবায় পাকদী নবীন যুব সংঘের উদ্যোগে ১২০জন হত দরিদ্র মানুষের মাঝে রমজান উপলক্ষে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (২৭মার্চ) দুপুরে পাকদী এলাকায় এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুরের পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ।
খাদ্য ও ইফতার সামগ্রীর মধ্যে ছিল চিরা ১কেজি, ছোলা ১কেজি, চিনি ১কেজি, ভেসন আধা কেজি, মুড়ি ১কেজি, তৈল ১কেজি, ডাল ১কেজি, সেমাই ১কেজি, দুধ ১কেজি, পিয়াজ ৩কেজি, ইউসুফগুলের ভুসি সহ প্রায় এক হাজার দুই শত টাকার খাদ্য সামগ্রী,এ খাদ্য সামগ্রী হতদরিদ্র মাঝে তুলেদেন অনুষ্ঠানে আগত অতিথিরা।
পাকদী যুব সংঘের সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন পাকদী নবীন যুব সংঘের সভাপতি সাব্বির হক ফরাজী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন হাওলাদার,মাদারীপুর পৌর আওয়ামীলীগের ৭নং ওয়ার্ডের সভাপতি হাবিবুর রহমান মোল্লা,নবীন যুব সংঘের উপদেষ্টা আরিফুজ্জামান লিটন ফরাজী,সাইফুল ইসলাম,সমাজ সেবক খবির মোল্লা,লেলিন খন্দকার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় সংগঠনের সভাপতি সাব্বির হক ফরাজি বলেন গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের সংগঠনের একমাত্র লক্ষ্য, প্রতি বছরের ন্যায় এবারও সংগঠন থেকে পবিত্র রমজান উপলক্ষে ১শত ২০জন হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছি। আগামীতেও এমন কর্মসূচি অব্যাহত থাকবে।