প্রকাশ: ২৫ মার্চ ২০২৩, ১:৩০
খাগড়াছড়িতে ২৫ শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ মার্চ ২০২৩ইং ) সকালের দিকে খাগড়াছড়ি জেলা প্রশাসনের আয়োজনে ২৫ শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।
২৫ শে মার্চ গণহত্যা দিবসে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি পুলিশ সুপার মো. নাইমুল হক, খাগড়াছড়ি অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুন নাহার সুলতানা, খাগড়াছড়ি পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী,খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শানে আলম, অতিরিক্ত জেলা প্রশাসক নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মুনতাসির জাহান।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা মো. হুমায়ুন কবির, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম মোসলেম উদ্দীন, ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল হক, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুদর্শন দত্ত,উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আবদুর রহমান প্রমুখ।
আলোচনা সভায় জেলার বিভিন্ন দপ্তরের বিভাগীয় কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলেদেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান।