প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ০:৪৭
কুয়াকাটায় শিক্ষা সফরে এসে সৈকতের যত্রতত্র ফেলে রাখা ময়লা আবর্জনা পরিস্কার করলেন গাজীপুর আবেদ আলী গার্লস স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা। সৈকতের জিরো পয়েন্টের দুইদিকে ১ কিলোমিটার এলাকায় এই পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।
সোমবার বিকেলে কুয়াকাটা সৈকতে ময়লা আবর্জনা দেখে শিক্ষকদের পরামর্শে পরিস্কার পরিচ্ছন্নতার এমন উদ্যোগ নেয় শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে সৈকতে পর্যটকরা ময়লা আবর্জনা ফেলা থেকে বিরত থাকবে এবং স্থানীয়রাও আরো সচেতন হবে বলে মনে করেন শিক্ষা সফরে আগত শিক্ষার্থীরা। তাদের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পর্যটক সহ স্থানীয়রা।
শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, গাজীপুরের শ্রীপুরে অবস্থিত স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা নিজেরাই সব সময় পরিচ্ছন্ন করে রাখে তাদের ক্যাম্পাস। আজ সকালে ওই বিদ্যালয় থেকে ১৯০ জন ছাত্রী ভ্রমনে এসে সৈকত অপরিচ্ছন্ন দেখে তারা নিজেরাই পরিচ্ছন্নের উদ্যোগ নেয়। পর্যটকদের সৈকতে ময়লা আবর্জনা না ফেলতে অনুপ্রাণিত করার জন্যই শিক্ষার্থীদের দিয়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন বলে জানান শিক্ষকরা।
কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার বলেন, শিক্ষা সফরে এসে সৈকতে অন্য পর্যটকদের ফেলা ময়লা আবর্জনা পরিস্কার করে শিক্ষার্থীরা ভালো কাজ করেছে। এর থেকে পর্যটকসহ স্থানীয়দের শিক্ষা নেয়া উচিত। পরিচ্ছন্ন সৈকত গড়ে তুলতে সকলের সচেতন হতে হবে। নিদিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলার জন্য পর্যটকদের অনুরোধ জানান পৌর মেয়র।