প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৩, ০:৫৩
বরিশালের হিজলা উপজেলায় ইউনিয়ন পর্যায়ের প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৩ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বড়জালিয়া ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে ৮ ফেব্রুয়ারি বুধবার সকাল দশটায়, উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে বড়জালিয়া ইউপি চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ এনায়েত হোসেন হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদার।
জাতীয় সঙ্গীত পরিবেশন শেষে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল গাফফার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আলী আহমেদ খান। এসময় শিক্ষা প্রতিষ্ঠান গুলোর প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। দুদিন ব্যাপি এ প্রতিযোগিতা অনুষ্ঠানে শিক্ষার্থীরা ক্রীড়া, সাংস্কৃতিক ও বিষয় ভিত্তিক কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
সমাপনী দিনে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ভালো ফলাফল লাভ করা শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। এরপর তারা উপজেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। উপজেলা পর্যায়ে ভালো ফলাফল লাভ করা প্রতিযোগীরা পরবর্তী জেলা পর্যায়ে প্রতিযোগিতা করবে।