প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২৩, ০:৫৩
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সোনাহাট সড়কে সড়ক দূর্ঘটনা বেড়ে যাওয়ায় নিরাপদ সড়ক ও ট্রাফিক পুলিশ বক্সের দাবীতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন সোনাহাট এলাকার বাসিন্দারা। নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের সোনাহাট কলেজ মোড়ে এই বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধের ঘটনা ঘটে।
উপজেলার সোনাহাট সড়কে সড়ক দূর্ঘটনা বেড়ে যাওয়ায় সড়কটিতে প্রয়োজনীয় সংখ্যক গতিরোধক ও ট্রাফিক পুলিশ বক্স নির্মাণের দাবীতে সোনাহাটের বাসিন্দারা এই বিক্ষোভ মিছিল ও অবরোধ করেন।
এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ এতে অংশ গ্রহন করেন। বিক্ষোভকারীদের অভিযোগ লাইসেন্স বিহীন অদক্ষ ও অপ্রাপ্ত বয়স্ক চালক দিয়ে গাড়ি চালানোর কারণেই প্রতিনিয়ত সড়কটিতে দূর্ঘটনা ঘটছে এবং মানুষ মারা যাচ্ছে।
ভূরুঙ্গামারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই মাস্টার, সোনাহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ বাবুল আকতার ও আবিয়াজ আহমেদ প্রমুখ এসময় বক্তব্য রাখেন।
বিক্ষোভ চলাকালে সড়কটিতে যানজটের সৃষ্টি হয়। এতে সোনাহাট স্থলবন্দর পরিদর্শনে আসা নৌপরিবহন মন্ত্রণালয় যুগ্ম সচিব এস এম মাহফুজুল হক (নৌপরিবহন মন্ত্রণালয় ও স্থল বন্দর কর্তৃপক্ষের সদস্য) যানজটে আটকা পড়েন। তিনি বিক্ষোভকারীদের দাবির সাথে একাত্মতা পোষণ করে বিষয়টি নিয়ে কুড়িগ্রাম জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে কথা বলার আশ্বস দিলে বিক্ষোভকারীরা বিক্ষোভ বন্ধ করে অবরোধ তুলে নেয়।