প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৩, ২৩:৭
নওগাঁ-৪ (মান্দা) আসনের সাবেক এমপি সামসুল আলম প্রামানিক ইন্তেকাল করেছেন। সোমবার (৩০ জানুুয়ারি) ভোর ৪ টা ৪০ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এসময় তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি মান্দা উপজেলার দেলুয়াবাড়ি (মুঠাপাড়া) গ্রামের মৃত ছবের আলী প্রামাণিক এর ছেলে। তিনি শ্রীকুমার ছিলেন। শিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সাবেক সভাপতি ছিলেন তিনি।
দলীয় সূত্রে জানা যায়, সামসুল আলম প্রামানিক এর ডান পায়ের সমস্যায় গত ২২ দিন ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসা শেষে গত ৬দিন আগে গ্রামের বাড়ি মান্দার দেলুয়াবাড়িতে আসেন। হঠাৎ করেই বুক ও পেটের ব্যথা শুরু হলে রোববার রাত ২টার দিকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিৎিসাধীন অবস্থায় ভোর ৪.৪০ মিনিটে মারা যান।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোকলেছুর রহমান (মকে) বলেন, আগে অসুস্থ ছিলেন এবং চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে। তবে হঠাৎ করেই সোমবার রাত ২টার দিকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিৎিসাধীন অবস্থায় ভোর ৪.৪০ মিনিটে মারা যান। দুপুর ৩টা এবং বিকেল সাড়ে ৪টায় জানাজা দুটি নামাজে শেষে পারিবারিক করবস্থানে দাফন করা হবে। তার মৃত্যুতে জেলা বিএনপি, উপজেলা বিএনপিসহ সহ অঙ্গসংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি। সেই আমরা একজন ভাল নেতাকে হারালাম।
নওগাঁ জেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও মান্দা থানা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ব্রহানী সুলতান গামা বলেন, সামসুল আলম প্রামাণিক মান্দায় বিএনপি থেকে টানা তিনবার এমপি ছিলেন। জনপ্রতিনিধি থাকাকালীন সময়ে তিনি সামাজিকক্ষেত্রে অবদান রেখেছেন। তার আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সাথে শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করছি।
উল্লেখ্য, সামসুল আলম প্রামানিক বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে নওগাঁ-৪ (মান্দা) আসন থেকে ১৯৯৬ সালে প্রথম ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচিত হয়েছিলেন। পর পর তিনবার নির্বাচিন হন। ১৯৯৬ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত সংসদ সদস্য ছিলেন।