প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৩, ০:৫০
জয়পুরহাটের পাঁচবিবিতে নানার বাড়িতে বেড়াতে এসে অপূর্ব (৪) নামের এক শিশু পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার কুয়াতপুর গ্রামে এই ঘটনা ঘটে। অপূর্ব গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার হরিপুর গ্রামে শ্রী রতন রবিদাসের ছেলে।
এলাকাবাসী ও পাঁচবিবি থানার এস আই মহিদুল ইসলাম জানান,অপূর্ব মাযের সাথে উপজেলার কুযাতপুর গ্রামে তার নানা শ্রীরামের বাড়িতে বেড়াতে আসে।আজ সকাল ৯ টার দিকে গ্রামের অন্যান্য ছেলে-মেয়েদের সঙ্গে খেলাধুলা করার সময় সকলের অজান্তে বাড়ীর পাশ্ববর্তী পুকুরে পড়ে যায়। পরে বাড়ীর লোকজনের খোঁজাখুজির এক পর্যায়ে পুকুরে শিশুটির লাশ পানিতে ভাসতে দেখে উদ্ধার করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচবিবি থানার পুলিশ পরিদর্শক (ওসি) জাহিদুল হক ।