https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

মোংলায় কমিউনিটি পুলিশিং সমন্বয় সভা অনুষ্ঠিত

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৩, ২৩:৩৭

শেয়ার করুনঃ
মোংলায় কমিউনিটি পুলিশিং সমন্বয় সভা অনুষ্ঠিত

পুলিশই জনতা-জনতাই পুলিশ' এই স্লোগানকে সামনে রেখে মাদক নির্মূল, বাল্যবিয়ে বন্ধ ও যৌন হয়রানি প্রতিরোধে মোংলায় কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ জানুয়ারি) সকাল ১০ টায় মোংলা থানা চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। মোংলা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন,  অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসিফ ইকবাল, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

বক্তারা বলেন,আঠারো শতকে ইংল্যান্ডে কমিউনিটি পুলিশিং কার্যক্রম শুরু হয়েছিল।পরবর্তিকালে বিভিন্ন দেশ এই ধারনাটি গ্রহন করে সুফল পায়। বাংলাদেশ ২০১৭ সাল থেকে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন করে আসছে। মূলত দেশের আইন শৃঙ্খলা রক্ষায় যারা দায়িত্বে থাকেন তাদের সাথে সাধারন মানুষের মধ্যে মেলবন্ধন হিসাবে কাজ করে কমিউনিটি পুলিশ। কমিউনিটি পুলিশিং কার্যক্রম সফল হলে পুলিশের দায়িত্ব অনেক কমে যাবে এবং সমাজে শান্তি শৃংখলা অঅরো নিশ্চিত হবে বলেও জানান তিনি।

সভায় পুলিশের কাজে সহযোগিতা, বাল্যবিয়ে রোধ, ইভটিজিং প্রতিরোধ, জঙ্গিবাদ-সন্ত্রাস দমন, মাদকের কুফল, নারী-শিশু নির্যাতন, যৌতুক, মোবাইলের অপব্যবহার ও সামাজিক মূল্যবোধ বৃদ্ধি বিষয় আলোচনা করা হয়।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

এসময় অন্যান্যদের মধ্যে ১নং চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্যা মোঃ তারিকুল ইসলাম, ৪নং মিঠাখালি ইউপি চেয়ারম্যান উৎপল কুমার মন্ডল, সুন্দরবন ইউপি চেয়ারম্যান ইকরাম ইজারদার, সাবেক পৌর মেয়র আলহাজ্ব শেখ আঃ সালাম, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, পৌর কাউন্সিলর বৃন্দ, সকল ইউপি সদস্য, সংরক্ষিত মহিলা সদস্য, গণমাধ্যম ব্যাক্তি, সুশীল সমাজের লোকজন এবং গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

পাওনা টাকা চাওয়ায় শ্রমিককে পেটালেন সেচ্ছাসেবকলীগ নেতা

পাওনা টাকা চাওয়ায় শ্রমিককে পেটালেন সেচ্ছাসেবকলীগ নেতা

পটুয়াখালী সদর উপজেলার ভুরিয়া ইউনিয়নে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক নির্মাণ শ্রমিক ও তার ছেলেকে আক্রমণের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। গত মঙ্গলবার (১ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় সেচ্ছাসেবক লীগ নেতা মিরাজ মৃধা দেশীয় অস্ত্র দিয়ে কামাল হাওলাদার (৩৬) ও তার ছেলে মো. নাঈম (১৮) কে আঘাত করেন। ঘটনাটি নিয়ে পটুয়াখালী সদর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে জানা

ঈদের ছুটিতেও রাণীনগরে মা ও শিশু স্বাস্থ্য সেবা অব্যাহত

ঈদের ছুটিতেও রাণীনগরে মা ও শিশু স্বাস্থ্য সেবা অব্যাহত

দেশ যখন  ঈদুল ফিতরের আনন্দে মেতে উঠেছে,পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছে, তখনও নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন পরিবার পরিকল্পনা বিভাগের একদল নিবেদিত প্রাণ কর্মী। এবারে ঈদের ছুটিতেও নওগাঁ জেলার রাণীনগর  উপজেলার ৪ টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে মা ও শিশু স্বাস্থ্যসেবা ও পরিবার পরিকল্পনা কার্যক্রম অব্যাহত রয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী, নওগাঁ জেলা পরিবার

ভূরুঙ্গামারীতে কবি আবদুল হাই শিকদারকে সংবর্ধনা

ভূরুঙ্গামারীতে কবি আবদুল হাই শিকদারকে সংবর্ধনা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী প্রেসক্লাবের পক্ষ থেকে ভূরুঙ্গামারীর কৃতি সন্তান দেশ বরেণ্য কবি ও দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদক আবদুল হাই শিকদারকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার দুপুরে ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে এ সংবর্ধনা দেওয়া হয়। দেশ বরেণ্য কবি আবদুল হাই শিকদার দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদকের দায়িত্ব গ্রহণ করায় তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।  এ উপলক্ষে আলোচনা সভায় ভূরুঙ্গামারী প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক

ফুলবাড়ী প্রেসক্লাব নির্বাচনে সভাপতি শহীদ সম্পাদক ডিফেন্স নির্বাচিত

ফুলবাড়ী প্রেসক্লাব নির্বাচনে সভাপতি শহীদ সম্পাদক ডিফেন্স নির্বাচিত

দিনাজপুরের ফুলবাড়ী প্রেসক্লাবের ২০২৫-২৬ বর্ষের কার্যনির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচনে সর্বসম্মতি ক্রমে (কন্ঠ ভোটে) দৈনিক ইনকিলাব প্রতিনিধি ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু শহীদকে সভাপতি এবং দৈনিক আমাদের সময় প্রতিনিধি ওয়াহিদুল ইসলাম ডিফেন্সকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করে ১৩ সদস্যের নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৫ এপ্রিল) সকাল ১০টায় ফুলবাড়ী প্রেসক্লাব কার্যালয়ে সংগঠনের সহ-সভাপতি মোঃ আব্দুল কাইয়ুম এর সভাপতিত্বে দ্বি-বার্ষিক সাধারণ সভায় কন্ঠ ভোটে

পাহাড়ের সবচেয়ে বড় বৈশাবি উৎসব শুরু

পাহাড়ের সবচেয়ে বড় বৈশাবি উৎসব শুরু

পার্বত্য অঞ্চলের পাহাড়ী জনগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব বৈসাবি উৎসবকে সামনে রেখে খাগড়াছড়িতে ৪দিনব্যাপি “বৈসু, সাংগ্রাই, বিজু, বিষু, বিহু, সাংলান, পাতা, সাংক্রাই, সাংগ্রাইং, চাংক্রান এবং বাংলা নববর্ষ” উৎসব শুরু হয়েছে। ৪ দিনব্যাপী এ উৎসবে প্রথম দিন “শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, ছাত্র-ছাত্রীদের জন্য রচনা প্রতিযোগিতা, কোমড় তাঁতের প্রশিক্ষণ ও প্রদর্শনী, বৈচিত্র্যপূর্ণ মেলা, আলোচনা সভা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান” আয়োজন করা হয়। শুক্রবার বিকালে খাগড়াছড়ি ক্ষুদ্র