প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৩, ০:৩২
লালমনিরহাটের হাতীবান্ধায় অসহায়, দুস্থ ও শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও অসুস্থ্য দুস্থ মানুষের মানুষের মাঝে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেছেন ৫১ বিজিবি রংপুর ব্যাটলিয়ন ।
বৃহম্পতিবার দুপুরে উপজেলার ঠ্যংঝাড়া বিওপি ক্যাম্প সীমান্ত এলাকায় শীতবস্ত্র বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প করে চিকিৎসা সেবা দেয়া হয়। এতে শীতবস্ত্র হিসেবে ৫ শতাধিক কম্বল ও ৩’শ ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়।
উপস্থিত ছিলেন, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রংপুর সেক্টর কমান্ডার কর্ণেল মো: ইয়াছির জাহান হোসেন। অন্যাদের মধ্যে রংপুর ৫১ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর রইসুল আজম, সহকারি পরিচালন ওমর খসরু , ক্যাম্প কমান্ডার হারুন-অর রশিদ ও স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ প্রমুখ।