প্রকাশ: ১ জানুয়ারি ২০২৩, ০:৩৯
টাঙ্গাইলের ভূঞাপুরে "ব্রাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট" এর ৮৮৭ তম নতুন শাখার উদ্বোধন করা হয়েছে।
রবিবার (০১ জানুয়ারি) দুপুরে উপজেলার গোবিন্দাসী বাজারস্থ 'আঁখি টেলিকম' এর নতুন সংযোজন এ আউটলেট শাখাটির উদ্বোধন করা হয়।
আঁখি টেলিকম এর স্বত্বাধিকার ও "ব্রাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট" গোবিন্দাসী শাখার এজেন্ট মোঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গোবিন্দাসী বাজার বণিক সমিতির সভাপতি মোঃ ছরোয়ার হোসেন আকন্দ, সহ-সভাপতি মোঃ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ শামীম মন্ডল, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জুয়েল, গোবিন্দাসী ক্যাডেট স্কুলের পরিচালক মোঃ জাহিদুল ইসলাম জাহিদ প্রমুখ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক আলহাজ্ব মাওলানা শহিদুল ইসলাম।