প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২২, ০:১৮
হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্ন আয়ের মানুষকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়াল চ্যারিটি লাইফ বাংলাদেশে।
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলমান শীতে দুস্থ, অসহায় ও গরীব শীতার্থ মানুষের মাঝে ১ হাজার শীতবস্ত্র ও কম্বল বিতরণ করেছেন। এতে প্রধান অতিথি ছিলেন, লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ।
বুধবার দুপুরে কেতকীবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে বিতরণ কালে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নাজির হোসেন, ফরাদ হোসেন, হেড অব অপারেশন চ্যারিটি রাইট বাংলাদেশ, পিআইও জাহাঙ্গীর হোসেন, কক্সবাজার ও মাইদুল ইসলাম শাহ হাতীবান্ধা, কেতকীবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান প্রমুখ।