
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২২, ০:১২

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া যুবকরা হলেন আশরাফুল আলম ও শাহিন ওরফে বল্টু। তাদের দু'জনের বাড়ি ভূরুঙ্গামারী ইউনিয়নের নলেয়ার কাজিয়ার মোড় এলাকায়। আশরাফুল ওই এলাকার সাইফুর রহমানের ছেলে এবং শাহিন ওরফে বল্টু কফিল উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, সোমবার দিবাগত মধ্যরাতে আশরাফুলের বাড়িতে তল্লাশি চালিয়ে এক কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এসময় আশরাফুল ও শাহিনকে গ্রেপ্তার করা হয়। তারা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত।

ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন গাঁজা উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার যুবকদের নামে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার তাদেরকে কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে।