প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২২, ০:৩৮
প্রধাণমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়ন পরিষদের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার (১৯ ডিসেম্বর) দুপুর ১টায় উজানচর ইউনিয়ন পরিষদ চত্বরে শীতার্তদের মধ্যে এ কম্বল বিতরণ করা হয়।
জানা যায়, উজানচর ইউনিয়নের জন্য সরকারিভাবে বরাদ্দকৃত ২৪৫ টি কম্বল বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলজার হোসেন মৃধা। এসময় উপস্থিত ছিলেন, উজানচর ইউনিয়ন পরিষদের সচিব মো. ইব্রাহিম সরদার, ৪ নম্বর ওয়ার্ড সংরক্ষিত মহিলা ইউপি সদস্য বাখেলা প্রমুখ।
ইউপি চেয়ারম্যান মো. গোলজার হোসেন মৃধা জানান, তীব্র শীতের প্রকোপে সমাজের গরীব ও দুস্থ মানুষেরা অসহনীয় ভাবে জীবন ধারন করছে। এ প্রেক্ষিতে উজানচর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের গরীব ও দুস্থদের মাঝে ২৪৫টি কম্বল বিতরণ করা হচ্ছে। তীব্র শীতের মধ্যে শীত বস্ত্র নিতে ছুটে আসা গরীব ও দুস্তরা কম্বল পেয়ে অনেক খুশি হয়েছেন।