প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২২, ২:২০
বহু আলোচনা-সমালোচনা ও বিতর্কের মধ্য দিয়ে শুরু হয়েছে কাতার বিশ্বকাপ ফুটবল। বিশ্বকাপ মানেই উন্মাদনা, যার ছোঁয়া লেগেছে বিশ্বের আনাচে-কানাচে। চার বছরের অপেক্ষার পর এ আয়োজন নিয়ে ক্রীড়াপ্রেমীদের কৌতূহলেরও শেষ নেই। এরই ধারাবাহিকতায় বাংলাদেশে নিজের পছন্দের দলের পতাকা ওড়ানোর প্রতিযোগিতা শুরু হয়েছে খেলা শুরুর আগে থেকেই। পতাকা টানাতে পিছিয়ে নেই রাজবাড়ী জেলার ফুটবল সমর্থকরাও।
নিজের পছন্দের দলের পতাকা টানানো শুরু করেছেন অনেক আগে থেকেই। এরই মাঝে রাজবাড়ীর গোয়ালন্দে ৬শত ফুট লম্বা পতাকা টানিয়ে হইচই ফেলে দিয়েছেন আর্জেন্টিনার সমর্থকরা।
স্থানীয়রা জানান, গোয়ালন্দ পৌরসভার কাউন্সিলর ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. নাসির উদ্দিন রনি এ পতাকা তৈরি করেছেন। শুধু পতাকাই নয় তিনি গত ১০ ডিসেম্বর প্রায় দেড় শতাধিক মোটরসাইকেল ও আর্জেন্টিনার সামর্থকদের নিয়ে মহাসড়ক ও বাজারের কয়েকটি সড়কে পতাকা হাতে মহড়া দিয়েছেন। তিনি খেলার শুরু থেকেই গোয়ালন্দ উপজেলার আনসার ক্লাবের পাশ দিয়ে বিশাল এ পতাকা টানান।
পতাকা সেলাইয়ের কারিগর আবুল কালাম আজাদ বলেন, ৬শত পতাকাটি সেলাই করতে আমার ১ দিনের ওপরে সময় লেগেছে। আমার জীবনে এমন বড় পতাকা সেলাই করিনি। আর্জেন্টিনা দলকে ভালোবাসি বিধায় আগ্রহ নিয়ে পতাকাটা সেলাই করেছি। পারিশ্রমিক যাই দিয়েছে তাই নিয়েছি।
নাসির উদ্দিন রনি বলেন, ছোটবেলা থেকেই আর্জেন্টিনা দলের সমর্থন করি। ফেসবুকে, টিভিতে অনেক বড় বড় পতাকা বানানো দেখেছি। গত বিশ্বকাপ থেকে আমাদের পরিকল্পনা ছিল আমরাও বিশাল একটি পতাকা তৈরি করার। আর্জেন্টিনা দলের প্রতি আমাদের ভালোবাসা থেকেই পতাকা তৈরি করা। তবে বিশ্বকাপে বাংলাদেশ অংশ নিলে বাংলাদেশকে সমর্থন করতাম। এবার আমরা শতভাগ আশাবাদী আর্জেন্টিনা বিশ্বকাপ নিবে। শুধু তাই নয় গতবছর আমি আর্জেন্টিনার সমর্থন বলে আমার অফিস ও অফিসের পাশে থাকা গাছে আর্জেন্টিনা কালারের রং করেছিলাম। এবারও আমার অফিসে আর্জেন্টিনার আদলে রং করেছি।
তিনি আরো বলেন, ৬০০শত ফুটের পতাকাটি তৈরি করতে আমার প্রায় ২৬ হাজার টাকার মতো খরচ হয়েছে।