প্রকাশ: ৫ ডিসেম্বর ২০২২, ০:৬
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. সাইফুল ইসলাম বলেছেন, কোন সদস্যের শৃঙ্খলা পরিপন্থী কোন আচরণ কিংবা অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাকে বিন্দু পরিমান ছাড় দেওয়া হবে না। অফিসার-ফোর্সদের সার্বিক কল্যাণ সাধনের পাশাপাশি শৃঙ্খলা মেনে চলার ক্ষেত্রে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন কমিশনার।
সোমবার সকাল ১০ টায় জেলা পুলিশ লাইন্স ড্রিল সেডে বিএমপি’র মাসিক কল্যাণ সভায় সভাপতির বক্তব্য তিনি এ কথা বলেন।
এর আগে সভার শুরুতে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম এর পক্ষ থেকে পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম, বিপিএম-বারকে শিক্ষা ক্ষেত্রে অসামান্য কৃতিত্ব অর্জন করায় পুলিশ পরিবারের সন্তানদের মেধা বৃত্তি প্রদান করা হয়। এ সময় তাদেরকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়।
এছাড়া বিএমপিতে কর্মরত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. আব্দুল কুদ্দুস মৃধাকে অবসরোত্তর বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। পাশাপাশি সভায় সভাপতি বিএমপির সকল সদস্যদের বিবিধ কল্যাণ সাধনে বিগত মাসের আবেদনের প্রেক্ষিতে গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যালোচনা করেন এবং চলতি মাসে বিভিন্ন সদস্যদের আবেদনের প্রেক্ষিতে বিভিন্ন কল্যাণমূলক সিদ্ধান্ত গ্রহণ করেন।
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিএসবি) রুনা লায়লার সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) মো. নজরুল হোসেন, উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো. জুলফিকার আলী হায়দার, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ জাকির হােসেন মজুমদার, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. আলী আশরাফ ভুঞা, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এস এম তানভীর আরাফাত, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম) অপারেশনস এন্ড প্রসিকিউশন খান মুহাম্মদ আবু নাসের সহ বিএমপি’র সকল শীর্ষ কর্মকর্তাবৃন্দ।