প্রকাশ: ২৬ নভেম্বর ২০২২, ১:১৯
কুমিল্লার দেবীদ্বারে অগ্নিকান্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে, এতে প্রায় দশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী ব্যাবসায়িরা।
শনিবার মধ্যরাত আনুমানিক ১.৪৫ মিনিটের সময় দেবীদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নের খাইয়ার মাজার গেইট এলাকায় ওই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, প্রথমে আলম মিয়ার চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে সাথে থাকা আব্দুল হান্নান মিয়ার মুদি দোকান ও মোঃ জয়নাল'র ফার্ণিচার দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এসময় দোকানের ভিতর ঘুমিয়ে থাকা মুদি দোকানদার হান্নান মিয়ার ছেলে মিনহাজকে দোকানের ভিতর থেকে দরজা ভেঙ্গে উদ্ধার করা হয়েছে। আগুনের ঘটনায় মুরাদনগর ফায়ার সার্ভিসের অফিসে ফোন করলে তারা আসতে দেরি করে, ততক্ষনে এলাকাবাসীর চেষ্টায় আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে দোকানের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীদের ফোন করে আসতে মানা করি।
অগ্নিকান্ডের বিষয়ে স্থানীয় শরিফুল ইসলাম জানান, বাজারের ব্যবসায়ীরা প্রতিদিনের মত দিন শেষে দোকান বন্ধ করে যে যার বাড়িতে ঘুমাতে যান। মধ্যরাতের আগুনে তিনটি দোকানের সবকিছু পুড়ে নিঃশেষ হয়ে গেছে ক্ষুদ্র ব্যাবসায়িরা।
মুদি দোকানের মালিক আঃ হান্নানের ছেলে মিনহাজুল বলেন, আমি সহ আমরা ২০-২৫ জন মিলে দোকানে খেলা দেখেছি। পরে রাত সাড়ে ১২টার দিকে ঘুমিয়ে পড়ি। আগুন কখন কিভাবে লেগেছে বলতে পারবো না। তবে কেউ ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়েছে বলে আমার মনে হচ্ছে।
এবিষয়ে মুরাদনগর ফায়ার সার্ভিসের ডিউটি ম্যান নুরে আলম বলেন, রাত ২টায় অগ্নিকান্ডের ঘটনার ফোন পেয়ে রওনা দেই, ঘটনাস্হলের কাছাকাছি যাওয়ার পর আমাদের ফোন দিয়ে জানানো হয় এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে এসেছেন। তাই আমরা রাস্তা থেকে ফিরে আসি।