প্রকাশ: ২৪ নভেম্বর ২০২২, ০:২৫
বরিশালের আগৈলঝাড়ায় পাওনা টাকা চাইতে গেলে ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকে মারধর করে গুরুতর আহত করার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। এঘটনায় পুলিশ দুই সহোদর ভাইকে গ্রেপ্তার করেছে।
অভিযোগ ও আহত সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের গোয়াইল গ্রামের মুক্তিযোদ্ধা বখতিয়ার শিকদারের কাছে ৫০ হাজার টাকা পাওনা ছিল একই ইউনিয়নের আওয়ামীলীগ নেতা ভালুকশী গ্রামের কাজী ইদ্রিস হোসেনের। এই পাওনা টাকা বুধবার সন্ধ্যায় কাজী ইদ্রিস চাইতে গেলে তাকে বখতিয়ার শিকদারের ছেলে রফিক, সজিব ও রাজিব শিকদার মারধর করে তার সাথে থাকা স্বর্নের চেইন, নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে কাজী ইদ্রিসকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এঘটনায় বৃহস্পতিবার সকালে আওয়ামীলীগ নেতা কাজী ইদ্রিস বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, আওয়ামীলীগ নেতা কাজী ইদ্রিস বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে এঘটনায় দুই অভিযুক্ত সহোদর ভাই সবিজ ও রফিক সিকদারকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের হস্পতিবার দুপুরে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।