প্রকাশ: ৩১ অক্টোবর ২০২২, ২৩:২৩
স্বল্প ও সুলভ মূল্যে নিন্ম আয়ের মানুষের সুবিধার্থে দিনাজপুরের হাকিমপুর উপজেলার ১নং খট্রামাধবপাড়া ইউনিয়নে ষষ্ঠ বারের মতো ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুবিধাভোগীদের মাঝে টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান কাউসার রহমান।
সোমবার (৩১অক্টোবর) সকাল ১১ টায় ডাঙ্গাপাড়া বাজারস্হ ইউনিয়ন পরিষদ ভবনে টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এসময় সেখানে ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসার রায়হান হাকিম ইউপি সদস্য আমজাদ হোসেন, জাহাঙ্গীর আলম, তারিকুল ইসলাম, মহিলা ইউপি সদস্য মর্জিনা বেগম, ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক রেজওয়ান আহম্মেদসহ অনেকে উপস্থিত ছিলেন।
ইউপি চেয়ারম্যান কাউসার রহমান বলেন, অত্র ইউনিয়নে ২ হাজার ৬শত ৮ জন সুবিধাভোগী ফ্যামেলি কার্ডধারীকে পর্যায়ক্রমে তিন দিনে সরকারী মুল্যে ২ কেজি সোয়াবিন তেল, ২ কেজি মসুন ডাল ও ১ কেজি চিনি প্রদান করা হচ্ছে। প্রতিটি প্যাকেজ মূল্য (জনপ্রতি) ৪০৫ টাকা। আজ প্রথম দিনে ১,২ ও ৫ নম্বর ওয়ার্ড এসব টিসিবি পণ্য সুন্দর এবং সুশৃঙ্খল ভাবে বিতরণ করা হচ্ছে।