প্রকাশ: ২৩ অক্টোবর ২০২২, ২৩:৭
রাজবাড়ীর দৌলতদিয়ায় মাদক সেবন করে নেশাগ্রস্ত অবস্থায় জনসারণের শান্তি বিনষ্ট ও বিরক্তিকর আচরণ করার দায়ে ১ মাদক সেবনকারী ও পরোয়ানাভুক্ত ১ আসামীকে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
শনিবার (২৩ অক্টোবর) রাত দেড় টার দিকে দৌলতদিয়া পতিতাপল্লী সংলগ্ন চেয়ারম্যানের গলির সামনে থেকে তাদেরকে মাদকসেবনকারীকে ও পরোয়ানাভুক্ত আসামীকে বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদকসেবনকারী হলো, দৌলতদিয়া ইউনিয়নের হোসেন মন্ডল পাড়া এলাকার কালাম প্রামানিক এর ছেলে মহিউদ্দিন প্রামানিক (২৪) ও পরোয়ানাভুক্ত আসামী উজানচর ইউনিয়নের বালিয়াডাঙ্গা এলাকার শুকুর প্রামানিক এর ছেলে মো. মিরাজ প্রামানিক (২৩)।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, আটককৃতদের রবিবার দুপুরে জেলা আদালতে সোপর্দ করা হয়েছে।