প্রকাশ: ২১ অক্টোবর ২০২২, ০:৭
নওগাঁর ধামইরহাটে উমার ইউনিয়নের বাংলাদেশ আওয়ামীলীগের ৪টি সহযোগি সংগঠনের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।২০ অক্টোবর বিকেলে ধামইরহাট মহিলা ডিগ্রী কলেজ মাঠে কৃষকলীগ, জাতীয় শ্রমিকলীগ, মহিলা আওয়ামীলীগ ও স্বেচ্ছাসেবকলীগের ইউনিয়ন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি।
অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সভাপতি দেলদার হোসেন, সহ-সভাপতিও উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী, সাধারণ সম্পাদক অধ্যাপক শহীদুল ইসলাম, যুগ্ম সম্পাদক পৌর মেয়র আমিনুর রহমান, সাংগঠনিক সম্পাদকও উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক শাহজাহান আলী, উপজেলা কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতি দেওয়ান জাহিদ, সম্পাদক আলহাজ্ব জহরুরুল হক, জাতীয় শ্রমিকলীগের সভাপতি সহিদুল ইসলাম, সম্পাদক আনোয়ার হোসেন আনাজি, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাবুবুর রহমান সাবু, সম্পাদক জাবেদ নওরোজ আালমগীর, মহিলা আওয়ামীলীগের সভানেত্রী আনজুয়ারা, সম্পাদক আরজিনা প্রমুখ উপস্থিত ছিলেন।
সন্ধ্যায় সম্মেলনে ইউনিয়ন কৃষকলীগের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহফুজার রহমান মাফুজ, সম্পাদক নির্বাচিত হয়েছেন আব্দুর রশিদ, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুল কুদ্দুস ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আতাউর রহমান স্বপন।
অপরদিকে ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি নির্বাচিত হয়েছেন আমজাদ হোসেন, সম্পাদক হারুন হোসেন ও ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী লাভলী আরা ও গুলশানা আরা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।