
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২২, ২৩:১৮

"হাতের পরিচ্ছন্নতায়, এসো সবে এক হই" এই প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইলের ভূঞাপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। শনিবার (১৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও জনস্বার্থ প্রকৌশলী অধিদপ্তরের উদ্যোগে একটি র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ ইশরাত জাহান, উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামাণিক, আবাসিক প্রকৌশলী আবুল কালাম আজাদ, সহকারী শিক্ষা কর্মকর্তা শাহ জামাল, সহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
