প্রকাশ: ২৭ আগস্ট ২০২২, ২:২১
মেহেরপুরের গাংনীতে সাবেক প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক,গণপরিষদ সদস্য এবং সংসদ সদস্য মরহুম নুরুল হক সাহেবের ২৪ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১১ টার সময় উপজেলার মটমুড়া ইউনিয়নে তাঁর নিজ বাসভবনের সামনে এ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাজী মোঃ ইছার উদ্দিন।
এসময় জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম সাহীন, গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম শফিকুল আলম,মরহুম নুরুল হকের ছেলে স্বাচিপের কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি ডাক্তার এ এস এম নাজমুল হক সাগর সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।