প্রকাশ: ২৭ আগস্ট ২০২২, ২৩:৩৪
রোহিত ভক্ত নামে তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থীর অকাল মৃত্যু হয়েছে। সে বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের ২২ নং কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলো ।
গুয়াবাড়িয়া ইউনিয়নের কালিকাপুর গ্রামের কামারপাড়া এলাকার রনজিত ভক্তের ছেলে রোহিত। পরিবার সুত্রে জানা গিয়েছে রনজিত হরিনাথপুর বাজারের একজন স্বর্ণ ব্যবসায়ী। তার এক ছেলে ও এক মেয়ের মধ্যে রোহিত ছোটো। সে বাড়ির কাছেই কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিলো।
গত দু-তিনদিন যাবৎ জ্বরে ভুগতে ছিলো সে। প্রথমে কাছের ঔষধের দোকান থেকে ঔষধ এনে খাওয়ানো হয় তাতে উন্নতি না হলে, শুক্রবার সকালে পার্শ্ববর্তী উপজেলা মুলাদীতে নিয়ে গিয়ে শিশু বিশেষজ্ঞ ডাঃ আলী আহসানকে দেখানো হয়। সেখানে রক্তসহ অন্য টেস্ট করানো হয়, টেস্ট তার জন্ডিস ধরা পড়ে। সেখান থেকে ডাক্তারের প্রেসক্রিপশনে লেখা ঔষধ কিনে বাড়ি ফেরার আগেও নিজের পায়ে হেটে অটোতে ওঠে বসে।
পথিমধ্যে খাদেম হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের কাছাকাছি এলে তার টয়লেটের বেগ হয় এবং তাকে টয়লেট করানো হয়। এরপর সে পানি খেতে চাইলে তাকে পানি খাওয়ানো হয়। বাড়িতে এসে সে আরো অসুস্থ হয়ে যায় এবং ঔষধ প্রয়োগের আগেই দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুবুল হক তালুকদার এর কাছে বিষয়টি জানার জন্য বারবার মোবাইলে কল দিলেও তিনি সাড়া দেননি।
উপজেলা শিক্ষা অফিসার আব্দুল গাফফার এর কাছে ঘটনাটি জানতে চাইলে তিনি জানান, শিক্ষার্থীর মৃত্যুর ঘটনাটি তিনি শুনেননি তাছাড়া বিদ্যালয় থেকে কেউ তাকে অবগত করেনি। তবে তিনি বিষয়টি দেখবেন বলে জানিয়েছেন।
এদিকে রোহিত ভক্তের অকাল মৃত্যুতে ঐ এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।