প্রকাশ: ২৩ আগস্ট ২০২২, ২:১৬
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উপমহাদেশে প্রগতিশীল রাজনীতিতে আলো ছড়ানো অনন্য ব্যক্তিত্ব, মুক্তিযুদ্ধ চলাকালীন মুজিবনগর বিপ্লবী সরকারের উপদেষ্টা অধ্যাপক মোজাফফর আহমেদের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত।
২৩আগষ্ট মঙ্গলবার দুপুরে ১৯৭১-এ ন্যাপ, কমিউনিস্ট পার্টি ও ছাত্র ইউনিয়নের যৌথ গেরিলা মুক্তিযোদ্ধা বাহিনী গঠনের অন্যতম উদ্যোক্তা, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)’র সাবেক সভাপতি প্রয়াত অধ্যাপক মোজাফফর আহমদের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে ন্যাপ উপজেলা কমিটির উদ্যোগে এ মহান নেতার নিজ গ্রাম এলাহাবাদে প্রতিষ্ঠিত ‘চেতনায় মুক্তিযুদ্ধ বাংলাদেশ’র কার্যালয়ের সামনে প্রয়াত নেতার সমাধীতে পূষ্পার্ঘ্য অর্পণ, আলোচনা সভা, মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে।
সমাধীতে পূষ্পার্ঘ্য অর্পণ করেন ন্যাপ কেন্দ্রীয় কমিটি, চট্রগ্রাম, কুমিল্লা, চাঁদপুর জেলা ও দেবীদ্বার উপজেলা কমিটি, সিপিবি কেন্দ্রীয় কমিটি, কুমিল্লা জেলা ও দেবীদ্বার উপজেলা কমিটি, মোজাফফর মনিসিংহ গ্রন্থাগার, এলাহাবাদ আদর্শ কলেজ, এলাহাবাদ উচ্চ বিদ্যালয়, এলাহাবাদ নিউভিশন সাংস্কৃতিক সংঘসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক- সাংস্কৃতিক সংগঠন।
উপজেলা ন্যাপ সভাপতি অনিল চক্রবর্তীর সভাপতিত্বে এবং ন্যাপ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ইসমাইল হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ মোঃ) কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি আইভি আহমেদ (ন্যাপ প্রধান অধ্যাপক মোজাফফর আহমেদ’র এক মাত্র কণ্যা)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ন্যাপ কেন্দ্রীয় প্রেসিডিয়াম মেম্বার এডভোকেট আব্দুর রহমান, কাজী সিদ্দিকুর রহমান, মোহাম্মদ আলী ফারুক, সাংগঠনিক সম্পাদক সফিক আহমেদ খান, সাংগঠনিক সম্পাদক মিটুল দাস গুপ্ত, মোশতাক আহমেদ, এনামুল হক, আইভি আহমেদ এর স্বামী বিশিষ্ট ব্যবসায়ি এ্যান্ড্রো ফ্লাইংগাম। পরে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
(ন্যাপ মোঃ) কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি আইভি আহমেদ বলেন, মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম দল ন্যাপ এর প্রয়াত নেতা আমার পিতা অধ্যাপক মোজাফ্ফর আহমেদ আমৃত্যু সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে গেছেন। আমরা তার অসমাপ্ত কাজ শোষনহীন সমাজ তথা সমাজতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করে যাব।
অন্যান্যের মধ্যে আরো উপস্থিত প্রবীণ রাজনীতিক বীর গেরিলা মুক্তিযোদ্ধা আ’লীগ নেতা এডভোকেট গোলাম ফারুক, বাংলাদেশের কমিউিনিস্ট পার্টি (সিপিবি) কুমিল্লা জেলা কমিটির সাবেক সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার, যুব সমিতি কেন্দ্রীয় কমিটির নেতা খায়রুল ইসলাম সোহেল, দেবীদ্বার উপজেলা প্রেসক্লাব সভাপতি সৈয়দ খলিলুর রহমান বাবুল প্রমূখ।