প্রকাশ: ২১ আগস্ট ২০২২, ০:১১
কুয়াকাটায় সমুদ্রে গোসলে নেমে নিখোঁজের ৩ ঘন্টা পর মাহাবুব রহমান পারভেজ নামে এক পর্যটকের লাশ উদ্ধার করেছে ট্যুরিস্ট পুলিশ। বিকাল ৩ টায় সৈকতের পশ্চিম দিকে স্বপ্নরাজ্য পার্কের সামনের সৈকতে লাশটি ভেসে আসে। এসময় স্থানীয়রা দেখতে পেয়ে খবর দিলে ট্যুরিস্ট পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার করে।
দুপুর ১২ টার দিকে কুয়াকাটার জিরো পয়েন্ট সৈকতে গোসলে নেমে নিখোঁজ হয় । মাহাবুব রহমান পারভেজের বাড়ি ঢাকার কেরানীগঞ্জের রায়ের বাগে। সেখানকার স্থানীয় একটি কওমি মাদ্রাসার শিক্ষক সে।
ট্যুরিস্ট পুলিশ জানান, চার বন্ধু ঘুরতে আসে কুয়াকাটায়। সকালে হোটেল সানফ্লাওয়ার নামে একটি আবাসিক হোটেলে ওঠে তারা। দুপুর ১২ টার দিকে সৈকতে গোসলে নামেন তারা। এসময় ঢেউয়ের তোড়ে সাগরে মধ্যে চলে যায় পারভেজ ও তার বন্ধু আমির। পরে তাদের ডাক চিৎকার শুনে পাশে থাকা তিন পর্যটক এগিয়ে আসে। কিন্তু আমিরকে উদ্ধার করতে সক্ষম হলেও পারভেজকে উদ্ধার করতে পারেনি তারা।
পরে ট্যুরিস্ট পুলিশকে জানালে তারা উদ্ধার অভিযান চালায় এবং ফায়ার সার্ভিস কর্মীদের খবর দেয়া হয়। অনেক খোঁজাখুজির তিন ঘন্টা পরে তার লাশ ভেসে আসে সৈকতে।