প্রকাশ: ২০ আগস্ট ২০২২, ১৮:২৯
আজ ২০ আগষ্ট (শনিবার) প্রথমবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপির আগমনে দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলা সেজেছে নতুন সাজে।
মন্ত্রণালয়ের দ্বায়িত্ব পাওয়ার পর এই প্রথম হিলিতে আগমন উপলক্ষে সর্বত্রই সাজ সাজ রব। বিভিন্ন সড়কে তোরন ও রাস্তার দুই পার্শের বিলবোর্ডে ছেয়ে গেছে বন্দরের প্রধান সড়ক ও পৌর শহরসহ গোটা উপজেলা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ও নৌ পরিবহন প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে এসব তোরন ও বিলবোর্ড শোভাপাচ্ছে হাকিমপুর (হিলি) পৌর শহরসহ গোটা উপজেলায়।
আজ শনিবার (২০ আগষ্ট) বাংলাদেশ আওয়ামী লীগ হাকিমপুর উপজেলা শাখার উদ্যোগে বিকেল পাঁচটায় ঐতিহ্যবাহী বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে শোকাবহ আগষ্ট উপলক্ষে বিশাল শোকসভায় নৌপরিবহন প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন এর সঞ্চালনায় এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের নবনির্বাচিত সভাপতি হারুন উর রশিদ হারুন এর সভাপতিত্বে শোকসভায় আরও উপস্থিত থাকবেন দিনাজপুর-৬ আসনের স্হানীয় সংসদ সদস্য শিবলী সাদিক এমপি।
উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি হারুন উর রশিদ হারুন জানান, আমরা হাকিমপুর (হিলিবাসী) মন্ত্রীর জন্য উন্মুখ হয়ে আছি।
প্রিয় নেতার আগমনে ব্যাপক প্রস্তুুতি নেয়া হয়েছে। মন্ত্রণালয়ের দ্বায়িত্ব পাওয়ার পরে প্রথমবার হাকিমপুর বাসী একজন মন্ত্রী পেয়ে ভীষন আনন্দিত ও গর্বিত। দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর এলাকার প্রধান সড়ক, পৌর শহরের জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থা ও হিলি রেলস্টেশন আধুনিকায়ন এবং সকল আন্তঃনগর ট্রেন দাঁড়ানোর দাবিসহ বিভিন্ন উন্নয়ন এর আশা নিয়ে আছে হাকিমপুর হিলিবাসী।
উক্ত শোকসভায় হাজার হাজার লোকের সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে বলে জানান তিনি।