প্রকাশ: ১৫ আগস্ট ২০২২, ১৯:৪৬
জাতীয় শোক দিবস উপলক্ষে কিশোরগঞ্জের ইটনায় জাতীয় পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন দুই ভাই। উপজেলা সদরের খাদ্যগুদামের সামনে সোমবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
২৫ বছর বয়সী হৃদয় কর্মকার ও ১৭ বছর বয়সী বিজয় কর্মকার উপজেলা সদরের নগরহাটি এলাকার নেপাল কর্মকারের ছেলে। সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মোল্লা।
স্থানীয় একজন উজ্জ্বল সাহা বলেন, হৃদয় ও বিজয় আপন দুই ভাই। খাদ্য গুদামের সামনে তাদের হৃদয় অটো হাউজ নামে একটি দোকান রয়েছে। জাতীয় শোক দিবস উপলক্ষে সেই দোকানে স্টিলের পাইপে করে জাতীয় পতাকা টানাতে যান বিজয়। এ সময় দোকানঘরের উপরে থাকা বৈদ্যুতিক তারে স্টিলের পাইপের সংস্পর্শে বিদ্যুতায়িত হন বিজয়। পরে তাকে বাঁচাতে গিয়ে হৃদয়ও বিদ্যুৎতায়িত হন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার প্রসূন সাহা বলেন, সকাল ৮টা ৪০ মিনিটে তাদের দুই ভাইকে হাসপাতালে আনা হয়। আমরা সাধ্যমতো চেষ্টা করেও তাদের বাঁচাতে পারিনি।
ওসি কামরুল বলেন, জাতীয় শোক দিবস উপলক্ষে পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ওই দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে