প্রকাশ: ১১ আগস্ট ২০২২, ১:১২
বিএনপি চেয়ারপারর্সনের সাবেক উপদেষ্টা, সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী উত্তরবঙ্গের বর্ষীয়ান নেতা প্রয়াত ফজলুর রহমান পটল এঁর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১১ আগষ্ট) সকালে নাটোরের লালপুর উপজেলার গৌরীপুরে তাঁর নিজ বাড়িতে মিলাদ মাহফিল ও স্মরণসভার আয়োজন করা হয়।
ফজলুর রহমান পটল এর পুত্র লালপুর উপজেলা বিএনপি’র আহবায়ক ইয়াছির আরশাদ রাজন এর সভাপতিত্বে ও সদস্য সচিব হারুনর রশিদ পাপ্পুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব।
এসময় উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ (অব:) কামরুন্নাহার শিরিন, নাটোর জেলা বিএনপির আহবায়ক আমিনুল হক, সদস্য সচিব রহিম নেওয়াজ, সদস্য শহিদুল ইসলাম বাচ্চু,বাগাতিপাড়া উপজেলা বিএনপির আহবায়ক মোশারফ হোসেন,গোপালপুর পৌর বিএনপির আহবায়ক নজরুল ইসলাম মোলাম, বাগাতিপাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব হাফিজুর রহমান, নাটোর জেলা যুবদলের সভাপতি এ.হাই তালুকদার ডালিম প্রমুখ।
উল্লেখ্য, ফজলুর রহমান পটল লালপুর আসনের তিনবারের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। ১৯৯১-৯৬ সাল পর্যন্ত তিনি যোগাযোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও ২০০১-০৬ সাল পর্যন্ত ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।’