প্রকাশ: ৫ আগস্ট ২০২২, ২:৭
নওগাঁয় বৃক্ষ রোপন, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে সরকারি শিশু সনদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শোকের মাস আগস্টে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি নওগাঁ এর আয়োজন করে।
এসময় জেলা পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির সভাপতি নাহিদুজ্জামান রনি, সাধারণ সম্পাদক ওয়াজকুরুন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান রুমন ও আমিনুল ইসলাম সুরুজ, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী আজিজুর রহমান স্বপন, সদস্য আনিছুর, সদস্য বাইজীদ, যুব ও ক্রিয়া সম্পাদক রকি, উপ দপ্তর সম্পাদক রাব্বি, সদস্য পিন্টু, সদস্য ইমদাদুল উপস্থিত ছিলেন।
১৫ আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ যাদের নির্মম হত্যা করা হয়েছে তাদেরসহ সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।