প্রকাশ: ৩ আগস্ট ২০২২, ০:১৮
আমি যেখানেই চাকরি করি, সেই এলাকাকে আমার নিজের এলাকা মনে করি। আমি নিজেকে সবসময়ই ভুক্তভোগী পরিবারের একজন সদস্য মনে করে দায়িত্ব পালন করি। বিএমপি'র সকল সদস্য সহ আপনাদের সবাইকে সাথে নিয়ে, সবার সহযোগিতা নিয়ে আমি বরিশালকে একটি মডেল মেট্রোপলিটন বানাতে চাই।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার মোঃ সাইফুল ইসলাম-বিপিএম(বার) বুধবার (০৩ আগস্ট) মেট্রোপলিটন পুলিশের সদরদপ্তরের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে এক মতবিনিয়ময় সভায় একথা বলেন।
এসময় তিনি আরও বলেন, এই শোকের মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারবর্গসহ ৭৫ এর ১৫ আগস্টে নিহত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। শ্রদ্ধা জানাই মহান মুক্তিযুদ্ধে সকল শহীদদের। ৭৫ এর ১৫ আগষ্ট নির্মমভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারকে যেভাবে হত্যা করা হয়েছিলো, সেই নৃশংসভাবে বরিশালের সন্তান শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ও তার পরিবারের অনেক সদস্যকেই হত্যা করা হয়েছিলো। তাই এই শোকের মাস বরিশালবাসীর জন্য একটু আলাদা। তবে এই শোককে শক্তিতে রুপান্তর করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।
এ সময় গণমাধ্যমকর্মীরা মেট্রোপলিটন এলাকার ট্রাফিক ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে পুলিশ কমিশনারের নিকট তাদের মতামত তুলে ধরেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন)মোহাম্মদ এনামুল হক, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর)মোহাম্মদ নজরুল হোসেন,বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি কাজী আবুল কালাম আজাদ, টেলিভিশন মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি মো. হুমায়ুন কবির,ন্যাশনাল ডেইলিজ ব্যুরো চীফ এ্যাসোসিয়েশন অফ বরিশালের সভাপতি পুলক চ্যাটার্জী,শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদ,সাংবাদিক ইউনিয়ন বরিশালের সহ-সভাপতি রাহাত খান,সাধারণ সম্পাদক ফিরদাউস সোহাগ,
সহ সাধারণ সম্পাদক কাওসার হোসেন রানা, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস, সাধারণ সম্পাদক মিথুন সাহা, বরিশাল ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন সুমন, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এম আর প্রিন্স, সাধারণ সম্পাদক আরিফুর রহমানসহ বরিশালের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।