প্রকাশ: ৩০ জুলাই ২০২২, ০:৩১
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় গাছ থেকে পড়ে সুরঞ্জন বাড়ৈ (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার (৩০ জুলাই) সকালে উপজেলার কারফা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সুরঞ্জন আগৈলঝাড়ার মৃত যতীন্দ্রনাথ বাড়ৈর ছেলে।
স্থানীয়রা জানায়, সকালে সুরঞ্জন উপজেলার কারফা এলাকার এক ব্যক্তির গাছ কাটছিলেন। এ সময় তিনি হঠাৎ গাছ থেকে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মামুন মোল্লা বলেন, গাছ থেকে পড়ে আহত সুরঞ্জনকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।