প্রকাশ: ২৪ জুলাই ২০২২, ২৩:৪১
মেহেরপুরের গাংনীতে প্রাচীরের উপর থেকে পড়ে সুমাইয়া খাতুন (৭) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। রবিবার বিকাল ৩ টায় উপজেলার করমদী পশ্চিমপাড়ায় এ দূর্ঘটনা ঘটে। শিশু সুমাইয়া খাতুন করমদী পশ্চিমপাড়ার ইসলাম হোসেনের মেয়ে ও স্থানীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনীর ছাত্রী।
সুমাইয়া খাতুনের পিতা ইসলাম হোসেন জানান, সুমাইয়া খাতুন তার বাড়ির পাশেই নানার বাড়ি বেড়াতে যায়। সেখানে প্রাচীরের উপর থাকা ছোট ছাদে ফুলের চারা লাগাতে গিয়ে ছাদ সহ সে নীচে চাপা পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক সুমাইয়া আফরোজ বলেন, সুমাইয়া খাতুনকে হাসপাতালে নেওয়ার পূর্বেই মৃত্যু হয়েছে। মাথায় আঘাত জনিত কারনে মৃত্যু হয়েছে বলে ধারনা চিকিৎসকের।
গাংনী থানার ওসি তদন্ত মনোজিত কুমার নন্দী জানান,বিষয়টি জানা নেই তবে খোঁজখবর নিচ্ছি।