প্রকাশ: ২৩ জুলাই ২০২২, ০:২৭
কোরবান ঈদের সময় বাজারে গরু বিক্রি করতে গিয়ে নিখোঁজের ১৪ দিন পর চেয়ারম্যান একরাম ( ৪২ ) কে উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা।
সে টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের শেড- ৮০৮/৬ , ব্লক - সি ( এমআরসি -১৯৪১৩ ) এর মো . হাসিমের ছেলে এবং ক্যাম্পের চেয়ারম্যান (নেতা)।
শুক্রবার (২২ জুলাই) দিবাগত রাত পৌনে তিনটার দিকে হ্নীলা বাজার থেকে মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে । সে বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন । এসব তথ্য জানিয়েছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন ( এপিবিএন ) অধিনায়ক (এসপি) তারিকুল ইসলাম তারিক ।
তিনি জানান, গত ৯ জুলাই টেকনাফের হ্নীলা কোরবানের সময় বাজারে গরু বিক্রি করতে গিয়ে নিখোঁজ হয় ব্লক চেয়ারম্যান একরাম । ঘটনার পর থেকে তাকে উদ্ধারে নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের অফিসার ও ফোর্স অভিযান অব্যাহত রাখে । অবশেষে হ্নীলা বাজার থেকে রোহিঙ্গা একরামকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয় । তাকে প্রথমে নয়াপাড়া আইপিডি হাসপাতালে ভর্তি করা হয় । সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক । অধিনায়ক আরো জানান, ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে ।