প্রকাশ: ১৪ জুলাই ২০২২, ০:৮
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন বাংলাদেশ পুলিশের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মোঃ সাইফুল ইসলাম বিপিএম-বার। আজ বৃহস্পতিবার দুপুরে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন। এ সময় নবনিযুক্ত বিএমপি কমিশনার মোঃ সাইফুল ইসলাম (বিপিএম-বার) কে বিএমপি’র পক্ষ থেকে শীর্ষ কর্মকর্তারা ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।
বিএমপি কমিশনার দায়িত্বভার গ্রহণ শেষে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কুশলাদি বিনিময় করেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ সামগ্রিক বিষয়ে মতবিনিময় করে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।
উল্লেখ্য ইতিপূর্বে তিনি বরিশালের পুলিশ সুপার হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।