প্রকাশ: ৬ জুলাই ২০২২, ০:৪৬
হাট ভরা গরু থাকলেও ক্রেতার দেখা পাচ্ছেন না খামারিরা। সাভারের আশুলিয়ায় বগাবাড়ি বাজারের ঐতিহ্যবাহী গরুর হাটে গিয়ে দেখা গেছে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ট্রাকে ট্রাকে গরু নিয়ে হাজির ব্যাপারীরা। ঈদুল আজহাকে সামনে রেখে বুক ভরা আশা নিয়ে তারা এসেছেন বগাবাড়ির বাজারের এই হাটে। ঈদের আর মাত্র তিন দিন বাকি। কিন্তু গরু বেচা-কেনা না হওয়ায় মাথায় চিন্তার ভাজ পড়েছে ব্যাপারীদের।
বুধবার (৬ জুলাই) বিকেলে বগাবাড়ি বাজারের হাটে গিয়ে কথা হয় সিরাজগঞ্জ থেকে আসা মালেক নামের এক বেপারির সাথে। তিনি জানান, দীর্ঘ ২৫ বছর ধরে এই হাটে হাট করছেন তিনি, কখনো লাভ আবার কখনো লোকসানের মুখ দেখেছেন এ ব্যাপারি। এটা তিনি মেনেই নিয়েছেন। এবার নিয়ে এসেছেন ২৫ টি গরু। দুই দিন পার হয়ে গেলও এখনো বিক্রি করতে পারেননি একটি গরু। তাই হতাশ হয়ে পড়েছেন এই ব্যাপারি।
বগাবাড়ি বাজারের গরুর হাটের দায়িত্বে থাকা এবাদত হোসেন বলেন, এই গরুর হাটটি একটি ঐতিহ্যবাহী হাট। এখানে বিক্রেতাদের জন্য রয়েছে আলাদা সুযোগ সুবিধা। তবে কিছুদিন ধরে বিদ্যুৎ একটু ঝামেলা করছে, এতে খামারিরা একটু সমস্যায় আছেন। হাটে ক্রেতার সংখ্যা কম হওয়ার জবাবে তিনি বলেন, এখানে মূলত যারা গরু কুরবানী দিয়ে থাকেন তারা বেশিরভাগই ভাড়া বাসায় থাকেন। গরু ক্রয় করে যে বাসায় নিয়ে রাখবেন সেই যায়গা তাদের নাই। আমরা আশা করছি শুক্রবার নাগাদ হাটে বেচা কেনা পুরোপুরি শুরো হয়ে যাবে।