প্রকাশ: ২৫ মে ২০২২, ১:১৪
টাঙ্গাইলের ভূঞাপুরে জাতীয় কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মজয়ন্তী উদযাপন করেছে উপজেলার কাজী নজরুল ইসলাম শিল্পকলা একাডেমি। এ উপলক্ষে বুধবার (২৫ মে) সকালে ভূঞাপুর রিসোর্স সেন্টারে আলোচনা সভা, কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
কাজী নজরুল ইসলাম শিল্পকলা একাডেমি’র সভাপতি লিমা রহমানের সভাপতিত্বে অতিথি ছিলেন- পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ, অধ্যাপক শংকর দাশ, মির্জা মহীউদ্দিন আহম্মেদ, একাডেমি উপদেষ্টা হাফিজুর রহমান ও ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ্ আলম প্রামাণিক প্রমুখ।
এছাড়া জন্মজয়ন্তী অনুষ্ঠানে আলোচনা সভায় আরও অংশ নেন- কবি আযাদ কামাল, নাট্যকার জলিল আকন্দ, কবি ও ছড়াকার মামুন তরফদার ও কবি সবুজ মাহমুদ প্রমুখ।