প্রকাশ: ২২ মে ২০২২, ২:২৭
দিনাজপুরের নবাবগঞ্জে বাড়ীতে বাঁশ কাটতে গিয়ে কর্তন করা বাঁশ বিদ্যুতের তারে পড়ে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শামীম মিয়া (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার(২২ মে) বিকেল সাড়ে পাঁচটায় ঘটনাটি ঘটেছে উপজেলার ২নং বিনোদনগর ইউনিয়নের রাঘবেন্দ্রপুর (কুঠিপাড়া) গ্রামে।
নিহত শামীম ওই গ্রামের মোতালেব হোসেনের ছেলে।
স্থানীয়রা ও শামীমের পরিবার সূত্রে জানা যায়, বাড়ীতে বাঁশ কাটার পর কর্তন করা বাঁশ বিদ্যুতের তারে পড়ে। এতে শামীম গুরুত্বর আহত হলে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শামীমকে মৃত ঘোষণা করেন।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার সংবাদ পেয়ে ঘটনা স্হলে পুলিশ পাটিয়ে দেয়। বাদী না থাকায় শামীমের মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে গিয়ে দাফন করেছে।