প্রকাশ: ৯ মে ২০২২, ১:৫৩
যশোরের কেশবপুরে সড়ক দূর্ঘটনায় পল্লী চিকিৎসক দেবাশীষ রায়ের মৃত্যু ঘটেছে।
প্রত্যক্ষ দর্শী সূত্রে জানাগেছে, কেশবপুর উপজেলার আলতাপোল গ্রামের মৃত সুনিল রায়ের পূত্র পল্লী চিকিৎসক দেবাশীষ রায় দীপ্তি (৪৫) রবিবার দুপুরে আলতাপোল তেইশ মাইল বাজারে তার ডিসপেনসারীতে থেকে নিজ মোটরসাইকেল যোগে বাড়ী ফিরছিলেন।
এসময় একটি দ্রুতগামী পিকআপ পিছন দিক থেকে তাকে ধাকা দিলে মোটরসাইকেল সহ তিনি পাশ্ববর্তী বৈদ্যুতিক পিলারের সাথে সজোরে ধাক্কা খেয়ে মারাতœক আহত হন। খুলনা ২৫০ সয্যা হাসাপাতালে নেওয়ার পথে পল্লী চিকিৎসক দেবাশীষ রায়ের মৃত্যু হয়।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।