প্রকাশ: ৮ মে ২০২২, ২:২৯
নাটোরের লালপুর উপজেলা আ.লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মে ) সকাল ১১ টায় উপজেলা অডিটরিয়ামে সভা শুরু হয়ে শেষ হয়েছে রাত ১১ টায়। ওয়ার্ড আ.লীগের সম্মেলন প্রস্তুত কমিটি গঠনের মাধ্যমে এ সভা শেষ হয়েছে।
লালপুর উপজেলা আ.লীগের আয়োজনে অনুষ্ঠিত বর্ধিত সভায় লালপুর উপজেলা আ. লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসাহাক আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর জেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নাটোর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শরিফুল ইসলাম রমজান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর জেলা আ.লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আবুল কালাম আজাদ, সাবেক সাংগঠনিক সম্পাদক ও নাটোর-১ আসনের বর্তমান সাংসদ শহিদুল ইসলাম বকুল, সাবেক সহ সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোর্তুজা আলী বাবলুসহ উপজেলা আ.লীগের সকল নেতৃবৃন্দ এবং সকল ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও সম্পাদকবৃন্দ।
সভা শেষে লালপুর উপজেলার সকল ওয়ার্ড ও ইউনিয়ন আ.লীগের সম্মেলন করার নির্দেশ দেনও ওয়ার্ড আ.লীগের সম্মেলন সফল করার লক্ষে লালপুর উপজেলা আ.লীগের নের্তৃবৃন্দের সমন্বয়ে ইউনিয়ন ভিত্তিক আলাদা আলাদা একটি সম্মেলন প্রস্তুত কমিটি ঘোষনা দেন প্রধান বক্তা ও নাটোর জেলা আ. লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান।