প্রকাশ: ২৩ এপ্রিল ২০২২, ১:৫৪
মাদারীপুরের ডাসারে উপজেলা কৃষক লীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দলীয় কার্যালয় মাঠে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন, ডাসার উপজেলা আওয়ামী লীগের আহবায়ক সৈয়দ সাখাওয়াত হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য সচিব কাজী মাহমুদুল হাসান দোদুল, কেন্দ্রীয় কৃষকলীগের সদস্য ও জেলা কৃষকলীগের সাধারন সম্পাক মশিউর রহমান ইলিয়াস শরিফ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক মতিউর রহমান হাওলাদার।
উক্ত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষক লীগের আহবায়ক মোঃ সাহাবউদ্দিন (মিঠু) অনুষ্ঠান সঞ্চলনা করেন যুগ্ন আহবায়ক শরিফ খায়রুল আলম।
এসময় উপস্থিত ছিলেন, ডাসার উপজেলা কৃষক লীগের যুগ্ন আহবায়ক মোঃ হেমায়েত হোসেন খান,মনিরুজ্জামান খান,হান্নান মাতুব্বর(হানু),আতিকুর রহমান ফরিদ,শাহবুদ্দীন মোল্লা,টুন্নু মৃধা,জাকির হোসেন,ইব্রাহিম হাওলাদার, কিরিটি পান্ডে,শুসিল বিশ্বাস সহ মাদারীপুর জেলা ও ডাসার উপজেলা আওয়ামী লীগ,ছাত্রলীগ,যুবলীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনা করে দেশ ও জাতীর কল্যাণ কামনায় দোয়া এবং কেন্দ্রীয় কৃষকলীগের সভাপতির কৃষিবিদ সমির চন্দ্র এর রোগ মুক্তি কামনায় মোনাজাত করা হয়।