প্রকাশ: ৮ এপ্রিল ২০২২, ১:২৪
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারে একটি মার্কেটে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে এতে ঐ মার্কেটের ৬ টি দোকান ও সামনে থাকা আরো ছোট ৮টি অস্থায়ী দোকান সহ মোট ১৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার দুপুর আনুমানিক ১ টার দিকে উপজেলার সফিপুর বাজার এলাকায় কাঁচা বাজারে এই ঘটনা ঘটে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, দুপুর ১টার দিকে সফিপুর কাচা বাজারের লতিফ হোসেনের দোকান থেকে আগুনের সুত্রপাত হয়ে গোবিন্দ সাহা, আব্দুল আলিম,গৌরাঙ্গ সাহা, সাহদেব সাহা, লিটন সাহা দোকানে মূহুর্তে আগুন ছড়িয়ে পরে। এ সময় স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করলে ব্যর্থ হয়ে ফায়ারসার্ভিসে খবর দেয়ার আগেই আসে পাশের আরো চারটি দোকানে আগুনের লেলিহান শিখা ছরিয়ে পরলে পরবর্তীতে জরুরী সেবা ৯৯৯ কল দেয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট ঘটনাস্থলে পৌছে ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি । এদিকে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবী ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইলেকট্রনিক শক সার্কিট থেকে এই অগ্নিকান্ড ঘটতে পারে।
এই বিষয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ইনচার্জ সাইফুল ইসলাম জানান দপুরে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে ২ টি ইউনিট এর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষনিক ভাবে নিধারন করা সম্ভব হয়নি।