"প্রত্যকে আমরা পরের তরে"এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হাকিমপুর হিলিতে বাংলাদেশ স্কাউটস দিবস পালিত হয়েছে।
শুক্রবার( ৮ এপ্রিল) দিবসটি উপলক্ষে সকাল ১১ টায় বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজ চত্বর থেকে হাকিমপুর উপজেলা স্কাউটস এর আয়োজনে এক বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজ চত্বরে এসে শেষ হয়। এতে উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্র- ছাত্রীরা অংশ গ্রহণ করেন।
র্যালী শেষে পাইলট স্কুল এন্ড কলেজের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর- এ আলম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন।
এসময় আরও উপস্থিত ছিলেন, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোস্তফা কামাল, গোহাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেনে, প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু, উপজেলা স্কাউটস নেতা আনোয়ার হোসেন টুকু,, তারিকুল ইসলামসহ অনেকে। আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে করোনা সংক্রমণ রোধে মাস্ক বিতরণ করা হয়।