প্রকাশ: ৭ এপ্রিল ২০২২, ৪:২২
ঢাকার আশুলিয়ার বাইপাইলে সোলায়মান নামে এক তরুণকে আটকে রেখে মুক্তিপণ দাবির অভিযোগে দুই তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা করা হয়েছে।
বুধবার (৯ মার্চ) দুপুরে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) শ্যামলেন্দু ঘোষ এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, লিপি বেগম (২৭) এবং তার বোন সীমা বেগম (২৫)। তাদের বাবার নাম ইউসুফ আলী। বর্তমানে আশুলিয়ার গাজীরচটে থাকেন।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) শ্যামলেন্দু ঘোষ জানান, গতকাল মঙ্গলবার দুপুরে একজন ৯৯৯-এ ফোন করে বলেন, বন্ধুর সঙ্গে দেখা করতে ঢাকার বাইপাইল এলাকায় গিয়েছিল। এ সময় তার বন্ধুর মোবাইল থেকে তাকে ফোন করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে। পরে টাকা পাঠানোর জন্য একটি বিকাশ নম্বর দেওয়া হয়েছে। টাকা না পাঠালে তার বন্ধুকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।
তিনি জানান, আটক হওয়ার আগে তার বন্ধু হোয়াটঅ্যাপে তার অবস্থান জানিয়েছিলেন। এ ঘটনার সংবাদ পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে যায়।
তিনি আরও জানান, তাকে যে বাড়িতে আটকে রাখা হয়েছিল সেটি ছিল গাজীরচটে তাহের পাটোয়ারীর বাড়ি ‘কুসুম ভিলা’। এরপর বাড়িটিতে অভিযান চালিয়ে ভুক্তভোগী সোলায়মান হককে (২৪) উদ্ধার করা হয়।