প্রকাশ: ২০ মার্চ ২০২২, ০:৫৩
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান বটতলা এলাকায় রবিবার দুপুরে একটি বসত-বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে গেছে ওই বসত-বাড়ির ১১টি কক্ষ ও কক্ষের ভিতরে থাকা বিভিন্ন মালামাল।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান বটতলা এলাকায় রবিবার দুপুরে নাজিম উদ্দিন ভুইয়ার বসত-বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রথমে ওই বসত-বাড়ির একটি কক্ষে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুন অন্যান্য কক্ষে ছড়িয়ে পড়ে।
এলাকাবাসী আগুন নিভাতে গিয়ে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয় । খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনের লেলিহানে ওই বসত-বাড়ির ১১টি কক্ষ ও কক্ষের ভিতরে থাকা মালামাল পুড়ে যায়।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সাইফুল ইসলাম ওই অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাৎক্ষনিক ভাবে আগুনের পুড়ে যাওয়ার ক্ষয়ক্ষতির পরিমান যানা যায়নি।