প্রকাশ: ৩ মার্চ ২০২২, ১:৪৭
মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ সম্পর্কে টাঙ্গাইলের ভূঞাপুরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৩ মার্চ) সন্ধ্যায় ভূঞাপুর পৌরসভার উদ্যোগে ইবরাহীম খাঁ সরকারি কলেজ মাঠে এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ভূঞাপুর পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মাসুদুল হক মাসুদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য ছোট মনির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. ইশরাত জাহান, থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ ফরিদুল ইসলাম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নূরুল ইসলাম তালুকদার মোহন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা, যুগ্ম সম্পাদক মিনহাজ উদ্দিন, সাহিনুল ইসলাম তরফদার বাদল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আজিজুল হক আজিজ, জেলা পরিষদ সদস্য আজহারুল ইসলাম, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামাণিক, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।