https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

মামলা তুলে না নেয়ায় ইউপি মেম্বারকে কুপিয়ে জখম !

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২২, ১:৫০

শেয়ার করুনঃ
মামলা তুলে না নেয়ায়  ইউপি মেম্বারকে কুপিয়ে জখম !

কুমিল্লার দেবীদ্বারে এক পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা মামলা তুলে না নেয়ায় এক ইউপি মেম্বারকে কুপিয়ে জখম করাসহ, বাড়ি-ঘর ভাংচুর লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। 

ঘটনাটি ঘটে মঙ্গলবার রাত ৮টায় উপজেলার বরকামতা ইউনিয়নের ব্রাক্ষণখাড়া গ্রামে। বরকামতা ইউনিয়ন আ’লীগের ৭নং ওয়ার্ড আ’লীগ সাধারন সম্পাদক ও সাবেক ইউপি মেম্বার নির্বাচন পূর্বে দায়ের করা সন্ত্রাসী মামলা তুলে না নেয়ায় ওই হামলা চালিয়েছে বলে মামলা সূত্রে জানা যায়। 

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

আহত আ’লীগ নেতা মুকবল হোসেন মেম্বারের স্ত্রী মামলার বাদী ফাতেমা বেগম জানান আমার স্বামী গত ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হারুন এবং মেম্বার প্রার্থী হাসেমের পক্ষে কাজ না করায় আমাদের উপর হামলা বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাট করে। ওই ঘটনায় গত ২৩ জানুয়ারী দেবীদ্বার মোঃ হারুন-অর রশিদ, আবুল হাসেম মেম্বারসহ ৮জন নামে এবং অজ্ঞাত ১০জনকে অভিযুক্ত করে দেবীদ্বার থানায় মামলা দায়ের করি। 

ওই ঘটনায় পরাজিত চেয়ারম্যান প্রার্থী মোঃ হারুন-অর-রশিদ ও ফুটবল প্রতীকের মেম্বার প্রার্থী আবুল হাসেম মেম্বার ২০/২৫ জন সমর্থক নিয়ে আমাদের বাড়িতে হামলা মারধর  ও ভাংচুর লুটপাট করে। সন্ত্রাসীরা আমার স্বামী বরকামতা ইউনিয়ন পরিষদ’র সাবেক মেম্বার ও ৭নং ওয়ার্ড আ’লীগের সাধারন সম্পাদক মুকবল মেম্বার’(৬০)’কে কুপিয়ে, লাঠিপেটায় হাত-পা ভেঙ্গে এবং মাথা ফাটিয়ে মারাত্মক আহত করে। রাতেই আমার স্বামীকে মুমূর্ষবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেল ৪টায় কোভিড-১৯ সুরক্ষা টিকাদান শেষে  ব্রাক্ষণখাড়া গ্রামের মনির হোসেন তার স্ত্রীকে নিয়ে বাড়ি যাওয়ার পথে নবিয়াবাদ গ্রামের পিতা মৃত আবু তাহের’র পুত্র মোঃ বাঁচন(২৫)সহ কয়েকজন যুবকের সাথে মাদক ব্যবসার পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটি, হাতা-হাতি, কিল ঘূষিতে মনির হোসেনকে মারধরের ঘটনা ঘটায়। এসময় তার স্ত্রী প্রতিবাদ করলে তাকেও লাঞ্ছিত করে। এক পর্যায় মনির হোসেন পার্শবর্তী দিঘীতে ঝাপ দিয়ে আত্মরক্ষা করে। সংবাদ পেয়ে দেবীদ্বার থানা পুলিশ ঘটনাস্থল থেকে মনির হোসেনকে উদ্ধার করে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। স্থানীয়রা আরো জানান উভয় পক্ষের হামলাকারীদের অধিকাংশই মাদক সেবন ও মাদক বিক্রয়ের সাথে জড়িত।

দেবীদ্বার হাসপাতালে চিকিৎসাধীন আহত মনিরুল ইসলাম জানান, টিকা নিতে যেয়ে আমি প্রতিপক্ষের হাতে লাঞ্ছিত হই, তবে মাদ বিক্রয়ের টাকা লেন-দেন নিয়ে কোন ঘটনা ছিলনা। ইউপি নির্বাচনে ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বদ্বী পরাজিত চেয়ারম্যান প্রার্থী মোঃ হারুন-অর-রশিদ কয়েকজন সমর্থক নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমার শারিরীক খোঁজ খবর নেন এবং তার সহযোগীতায় আমার স্ত্রী খাদিজা বেগম বাদী হয়ে ১১জনকে নামে এবং অজ্ঞাত ৮/১০জনকে অভিযুক্ত করে দেবীদ্বার থানায় একটি অভিযোগপত্র দাখিল করেন। 

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

পরে শুনতে পাই হারুনুর রশিদ রাতে বাড়ি ফেরার পথে বুড়িচং উপজেলার কংশনগর এলাকার ‘বেতুয়ারা’ আশুফকিরের মাজারের সামনে মসজিদ সংলগ্নের ফুলতলী সড়কের মাথায় পৌঁছার পর ৩টি মোটর সাইকেল ও একটি প্রাইভেট কারে আসা ৮/৯জন বিভিন্ন মরনাস্ত্র নিয়ে তাকে বহনকারী অটো রিক্সা থেকে নামিয়ে এনে গলায়, পেটে, উরুতে ছুরিকাঘাতে মারাত্মক জখম ও প্লাস দিয়ে হাতের বৃদ্ধাআঙ্গুলের মাথা কেটে প্রতিপক্ষের সন্ত্রাসীরা নিয়ে যায়। মারাত্মক আহত অবস্থায় মোঃ হারুনুর রশিদকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন।

এ ব্যপারে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান বলেন, বরকামতা ইউনিয়নের ইউপি নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী হারুনুর রশিদ এবং হাসেম মেম্বার’র সমর্থক মনির হোসেন টিকা নিতে আসলে প্রতিপক্ষের লোকজনের সাথে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। ওই ঘটনায় হারুন ও হাসেম মেম্বারের সমর্থকরা ব্রাক্ষনপাড়ার মুকবল মেম্বারের উপর হামলা ও বাড়িঘর ভাংচুরের ঘটনা ঘটায়। রাতে খবর পাই বুড়িচং উপজেলার কংশনগর এলাকায় হারুনসহ কয়েকজনের উপর কে বা কারা হামলা করেছে। তাৎক্ষনিক বুড়িচং থানা পুলিশকে খবর দিলে তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। ওই ঘটনাটি যেহেতু বুড়িচং থানাধীন তাই তারাই পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে। মুকবল মেম্বারের উপর হামলার ঘটনায় তার স্ত্রী ফাতেমা বেগম বাদী হয়ে ইতিমধ্যে দেবীদ্বার থানায় একটি মামলা করেছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি নিয়োগ পেলেন এডভোকেট নিয়ামুল হক

মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি নিয়োগ পেলেন এডভোকেট নিয়ামুল হক

মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) নিয়োগ পেয়েছেন  জুলাই বিপ্লবের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম সহযোগী এডভোকেট নিয়ামুল হক। আজ দুপুরে আইনজীবি নিয়ামুল হক জানান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ (জিপি-পিপি শাখা) থেকে গত ২০ মার্চ আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ (জিপি-পিপি) শাখা থেকে এ সম্পর্কিত

পানছড়িতে গণতান্ত্রিক যুবফোরামের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

পানছড়িতে গণতান্ত্রিক যুবফোরামের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

"অস্তিত্ব ধ্বংসের কবল থেকে জাতিকে রক্ষার্থে যুবশক্তি পূর্ণস্বায়ত্তশাসনের পতাকা তলে সমবেত হও, প্রতিরোধ গড়ে তোল "এই স্লোগানে পানছড়িতে গণতান্ত্রিক যুবফোরামের ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। শনিবার ( ৫ এপ্রিল ) দুপুরে রমেল চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণতান্ত্রিক যুব ফোরামের পানছড়ি শাখার সাধারণ সম্পাদক পরান্টু চাকমা। আলোচনা সভা শুরুতেই সকল শহীদদের স্মরণে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।  আলোচনা সভায় বক্তারা

পাওনা টাকা চাওয়ায় শ্রমিককে পেটালেন সেচ্ছাসেবকলীগ নেতা

পাওনা টাকা চাওয়ায় শ্রমিককে পেটালেন সেচ্ছাসেবকলীগ নেতা

পটুয়াখালী সদর উপজেলার ভুরিয়া ইউনিয়নে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক নির্মাণ শ্রমিক ও তার ছেলেকে আক্রমণের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। গত মঙ্গলবার (১ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় সেচ্ছাসেবক লীগ নেতা মিরাজ মৃধা দেশীয় অস্ত্র দিয়ে কামাল হাওলাদার (৩৬) ও তার ছেলে মো. নাঈম (১৮) কে আঘাত করেন। ঘটনাটি নিয়ে পটুয়াখালী সদর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে জানা

ঈদের ছুটিতেও রাণীনগরে মা ও শিশু স্বাস্থ্য সেবা অব্যাহত

ঈদের ছুটিতেও রাণীনগরে মা ও শিশু স্বাস্থ্য সেবা অব্যাহত

দেশ যখন  ঈদুল ফিতরের আনন্দে মেতে উঠেছে,পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছে, তখনও নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন পরিবার পরিকল্পনা বিভাগের একদল নিবেদিত প্রাণ কর্মী। এবারে ঈদের ছুটিতেও নওগাঁ জেলার রাণীনগর  উপজেলার ৪ টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে মা ও শিশু স্বাস্থ্যসেবা ও পরিবার পরিকল্পনা কার্যক্রম অব্যাহত রয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী, নওগাঁ জেলা পরিবার

ভূরুঙ্গামারীতে কবি আবদুল হাই শিকদারকে সংবর্ধনা

ভূরুঙ্গামারীতে কবি আবদুল হাই শিকদারকে সংবর্ধনা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী প্রেসক্লাবের পক্ষ থেকে ভূরুঙ্গামারীর কৃতি সন্তান দেশ বরেণ্য কবি ও দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদক আবদুল হাই শিকদারকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার দুপুরে ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে এ সংবর্ধনা দেওয়া হয়। দেশ বরেণ্য কবি আবদুল হাই শিকদার দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদকের দায়িত্ব গ্রহণ করায় তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।  এ উপলক্ষে আলোচনা সভায় ভূরুঙ্গামারী প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক