প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২২, ২৩:৫৮
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার চার ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী আসনের সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নবনির্বাচিত চারজন চেয়ারম্যানের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি ও বিকেলে ভূঞাপুর উপজেলা পরিষদ চত্ত্বরে ৩৬ জন সাধারণ সদস্য এবং ১২ জন সংরক্ষিত নারী আসনের সদস্যদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার মোছা. ইশরাত জাহান।
এ সময় উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছা. নার্গিস বেগম, টাঙ্গাইল জেলা বাস মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলিফনূর মিনি, জেলা পরিষদ সদস্য আজহারুল ইসলাম, ভূঞাপুর প্রেসক্লাব সভাপতি শাহ আলম প্রামাণিকসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।